fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

পল্লীবন্ধু এরশাদ তাঁর কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন – নুরুল ইসলাম ওমর

বগুড়া সংবাদ ডট কম : জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক বিরোধি দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম ওমর বলেছেন, পল্লীবন্ধু এরশাদ তাঁর কর্মের মধ্য দিয়ে বাংলার মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। তিনি সবসময় জনগনের কল্যান চিন্তা করে রাজনীতি করতেন। একারনে ক্ষমতায় থাকতে যেমন মানুষের ভালোবাসা পেয়েছেন, ক্ষমতা ছাড়ার পরও মানুষের ভালোবাসা পেয়েছেন। মৃত্যুর পরও লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। পল্লীবন্ধু এরশাদ বাংলাদেশের উন্নয়নের রুপকার। তৎকালীন সকল বিরোধী দলের বিরোধীতা উপেক্ষা করে হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। সকল বিরোধীতা অগ্রাহ্য করে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠিয়েছিলেন তিনি। এখন দেশবাসী পল্লীবন্ধু এরশাদের সকল কাজের সুফল ভোগ করছেন। জাপার নেতাকর্মীরা তাঁর আদর্শে অনুপ্রাণীত হয়ে সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। তিনি শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া সদর উপজেলা, শহর জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগি সংগঠন। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য আব্দুস সালাম বাবু, জেলা জাপানেতা আবু তাহের আকন্দ, লুৎফর রহমান সরকার স্বপন, সানাউল্লাহ ছানা, জহুরুল ইসলাম মটু, আজিজ আহমেদ রুবেল, এম এ গণি সরকার, আরিফুল ইসলাম শহিদ, ফরহাদ আলী খোকন, সফিকুল ইসলাম রতন, তাহমিদ প্রতিক, সামছুল হক, সফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন, মাকছুদ আলম, সুলতান আহম্মেদ, শরিফুল ইসলাম বাবু, আবু হাসান, বেলাল হোসেন, জাহিদ হাসান, ইনসানা খাতুন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − 2 =

Back to top button
Close