বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে শনিবার বৃক্ষরোপন করা হয়। উক্ত বৃক্ষরোপনে অংশ নেন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি। বৃক্ষরোপন পরবর্তী তিনি বলেন, বৃক্ষ, প্রকৃতি মানুষের নিকটতম প্রতিবেশী। বৃক্ষ মানুষের ক্ষুধা মিটাবার পাশাপাশি জীবন বাঁচাবার একমাত্র অবলম্বন। বৃক্ষ ব্যতিত শুধু মানুষই নয় গোটা প্রাণীজগতই বিলুপ্ত হয়ে পড়তো। বৃক্ষকে টিকিয়ে রাখা নতুন নতুন বৃক্ষরোপন করা প্রাণীকুলের জন্য অপরিহার্য। বৃক্ষ হনন আত্ম হননের নামান্তর। বৃক্ষ হননের ফলে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়তে পারে। তাই শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় পরিবেশ সংরক্ষনের জন্য বাংলাদেশে বৃক্ষরোপনের প্রয়োজন আছে। প্রাকৃতিক ভারসাম্যের জন্য এদেশের শতকরা ২৫ ভাগ বনভুমির প্রয়োজন থাকলেও বর্তমানে ঘাটতি রয়েছে। ফলশ্রুতিতে আমাদের প্রত্যেককের প্রয়োজন প্রতি বছর বসবাস স্থান, কর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় গাছ লাগানো এবং গাছকে যতেœর সাথে রক্ষণাবেক্ষন করা। সকলের গাছ লাগানোর মানসিকতার মধ্যদিয়ে পরিবেশগত ভারসাম্য ও প্রাকৃতিক অবক্ষয় হতে মাতৃভূমিকে রক্ষা করা সম্ভব। এসময় অন্যান্যের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আসের মাইকেল বেসরা, প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম নিটু সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।