বগুড়ার শিবগঞ্জের বুলুরচকে উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তার বাড়ীতে দুধর্ষ চুরি সংঘটিত থানায় অভিযোগ
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) :শুক্রবার দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থান যাদুঘর সংলগ্ন বুলুরচক গ্রামে একজন উপ- সহকারী কৃষি কর্মকর্তার বাড়ীতে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। থানায় অভিযোগ দায়ের। থানায় অভিযোগ সূত্রে ও বাড়ী ওয়ালা শিবগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বুলুরচক গ্রামের মৃত সালামত আলীর পুত্র আব্দুর রাজ্জাক জানান। প্রতিদিনের ন্যায় তিনি শুক্রবার রাতে নিজ বাড়ির শয়ন কক্ষে ঘুমিয়ে পড়লে রাত অনুমান ২টায় তার বাড়ীর জ্বানালার গ্রীল কেটে চোরেরা একটি ১২৫ সিসি ডিসকভার মটর সাইকেল যার রেজিঃ নং- বগুড়া -হ- ১৪-৬২০৪, একটি মোবাইল ও সরকারী একটি লিনোভ ট্যাব-৭ চুরি করে নিয়ে যায়। এব্যাপারে আব্দুর রাজ্জাক বাদী হয়ে বগুড়ার শিবগঞ্জ থানার ১৫৮৬ নং, তাং,৩১/৮/১৯ একটি সাধারণ ডায়েরী করেছেন।এতে তার প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে চুরি যাওয়া জিনিসগুলি দ্রুত উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি ভুক্তভোগী জোর দাবী জানান। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত পূর্বক চুরি যাওয়া মোটর সাইকেল সহ জিনিষপত্র উদ্ধরে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।