মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে… বগুড়া সদরের নামুজার ধলমোহনী গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু গুরুত্বর আহত আটক -২
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে গত শুক্রবার রাত ১২ টায় বগুড়ার সদরের নামুজা ইউনিয়নের ধলমোহীনী গ্রামে বন্ধুদের ছুুরিকাঘাতে জিহাদ নামে ১০ম শ্রেণীর একজন ছাত্র গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউরর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও আহত জিহাদের পরিবার সুত্রে জানা গেছে, ধলমোহনী গ্রামের আব্দুল জলিলের পুত্র জিহাদ শিবগঞ্জ উপজেলার ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। শুক্রবার সন্ধ্যায় তার বন্ধুদের সাথে মোবাইলে গেম খেলা নিয়ে ঝগড়া করে বাড়ী গিয়ে ঘুমিয়ে পড়ে।রাত অনুমান ১২ টায় তার বন্ধু একই এলাকার ও একই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন অপর বন্ধুকে নিয়ে জিহাদের বাড়ী গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে উপর্যপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।গুরুতর আহত অবস্থায় তাকে তার পরিবার ও এলাকাবাসী উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল(শজিমেকে) ভর্তি করে দেয়। জিহাদের ডাক চিৎকারে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে আসলে ছুরি ও একটি বস্তাসহ সাব্বিরকে আটক করে। তার স্বীকার উক্তিতে তার বন্ধু একই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ফজলুর রহমান বিজয়কেও আটক করে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়রা জানায় ছুরিকাঘাতে জিহাদের ভুঁড়ি বের হয়েছিল। এ সংবাদ লেখা পর্যন্ত জিহাদ শারীরিক অবস্থা আশংকাজনক বলে তার পরিবার সূত্রে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত জিহাদের পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।