বগুড়ার শাজাহানপুরে বন্যার্তদের মাঝে উপজেলা বিএনপির ত্রাণ বিতরন
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেছে উপজেলা বিএনপি।
শনিবার উপজেলার আমরুল, চোপীনগর ও খোট্টাপাড়া ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু ও লবণ বিতরন করা হয়।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু প্রধান অতিথি হিসেবে এই ত্রাণ বিতরন করেন।
এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারি তালুকদার বেলাল, সদস্য এম আর ইসলাম স্বাধীন, তাহা উদ্দিন নাহিন, আব্দুস সালাম, ডা. স্বাধীন, সাবেক মহিলা এমপি নূর আফরোজ জ্যেতি, উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশার, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বর্তমান সভাপতি আবু হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান বিদ্যুৎ, ইদ্রিস আলী সাকিদার, মোজফ্ফর রহমান, তমেজ উদ্দিন, কহিনুর আকতার, সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান অটল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, ছাত্রদল সভাপতি বেলাল হোসেন বাবু, যুবদল নেতা জিল্লুর রহমান প্রমুখ।