দুপচাঁচিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) :দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টি ও পৌর শাখা এবং অঙ্গ সহযোগী
সংগঠনের আয়োজনে গতকাল শনিবার বিকালে দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুলখানি ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকার সংসদ সদস্য এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, পৌর মেয়র বেলাল হোসেন, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মারুফ ইসলাম তালুকদার প্রিন্স। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম তালুকদার, পৌর জাপার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সোহেল, তালোড়া পৌর জাপার সভাপতি কুতুবুল আলম, জাপা নেতা কায়ছার আলী, আক্কাছ আলী, মোজাফ্ধসঢ়;ফর রহমান, জহুরুল ইসলাম, আব্দুল মান্নান, অশোক কুমার দেব, আব্দুল হাকিম, ফরিদ আলী, আব্দুল মোমিন, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা যুব সংহতির সভাপতি মাহমুদুল হাসান শিপন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পৌর ছাত্রসমাজের সভাপতি রানা মন্ডল, সাধারণ সম্পাদক রায়হান আলী, ছাত্রনেতা সোয়াইব হোসেন, হাবিব প্রমুখ।