শাজাহানপুরে শোকাবহ আগষ্ট মাস উপলক্ষ্যে যুবলীগ নেতার উদ্যোগে দোয়া মাহফিল
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগে যুগ্ম সম্পাদক বাদশা আলমগীরের ব্যক্তি উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রুবেল সরকার, সাংগঠনিক সম্পাদক রুবেল মন্ডল, মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, আশেকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, আড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাাদক মাসুদ রানা, চোপীনগর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম বাচ্চু, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ, মনির হোসেন, জাহিদুল, যুবলীগ নেতা শাহাদত, গোলাম, রফিকুল, আতিক, আরিফ, বাবু, ছাত্রলীগ নেতা নাজগীর, নিয়ান, আসাদুজ্জামান, জোবায়ের প্রমুখ।