আদমদিঘিবগুড়া জেলার সংবাদ
১৯৯৭ ইং সালের এস.এস.সি ব্যাচের উদ্যোগে সান্তাহারে মিলন মেলার উদযাপনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) :বগুড়ার সান্তাহারে শুক্রবার রাতে স্বাধীনতা চত্বরে পৌর শহরসহ আশেপাশের সকল স্কুলের ১৯৯৭ ইং সালের এস.এস.সি ব্যাচের বন্ধু-বান্ধবীদের নিয়ে একটি মিলন মেলা আয়োজনের জন্য উদযাপন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাষ্টার রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নাট্যকার রাজা ফকির কে আহবায়ক, সাংবাদিক সাগর খান কে যুগ্ন আহবায়ক করে মিলন মেলা উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যন্যারা হলেন মাসুদ, রবিন, রুঞ্জু, সবুজ, আব্দুল হাই সিদ্দীক, আবু বক্কর সিদ্দিক, আপেল, প্রিন্স, আতোয়ার, বেলাল, রাসেদ, খায়রুল, খোকনসহ ১৯৯৭ ইং সালের ব্যাচের সকল বন্ধুরা সদস্য হিসেবে গন্য হবে। আগামী ২৫/১২/২০১৯ ইং তারিখ রোজ বুধবার ১৯৯৭ ইং ব্যাচের মিলন মেলার উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে ।