সৈয়দ ওয়ালীউল্লাহ এর উপন্যাস ‘লালসালু’ নিয়ে বগুড়া লেখক চক্রের পাঠ পর্যালোচনা
বগুড়া সংবাদ ডট কম : অমর কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ এর উপন্যাস ‘লালসালু’ নিয়ে এক পাঠ পর্যালোচনা শুক্রবার সন্ধ্যায় জলেশ্বরীতলায় কথাসাহিত্যিক অনন্য রফিক এর কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়। পাঠ পর্যালোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। এতে প্রধান আলোচক ছিলেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর সরকারী মনসুর আলী কলেজের অধ্যক্ষ কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের। পাঠ পর্যালোচনা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী। পাঠ পর্যালোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির, কথাসাহিত্যিক অনন্য রফিক, কবি রুবি রুমানা, কবি আফসানা জাকিয়া, কবি শাহানূর শাহীন, কবি প্রতত সিদ্দিক, এম এম আনিছুর রহমান, আবু রায়হান, মোঃ মাহাতাব, আমিনুল ইসলাম রনজু, আল মাহমুদ হাসান। আগামী ১৬ আগস্ট বগুড়া লেখক চক্রের ৮১০ তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হবে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও স্বরচিত কবিতা নিয়ে।