জুম্মার নামাজেরত মুসল্লীর মটরসাইকেল চুরি
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাবায় আহলে হাদিস মসজিদে জুম্মার নামাজ আদায়ের সময় ইউসুফ আলী নামের এক মুসল্লীর মটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
এঘটনায় শুক্রবার বিকেলে ইউসুফ আলী বাদী হয়ে শাজাহানপুর থানায় সাধারন ডায়েরী (জিডি নং-১৩৮১) করেছেন।
মটরসাইকেলের মালিক উপজেলার সাজাপুর দাড়িকামারিপাড়ার ইয়াকিন আলীর বিদেশফেরত পুত্র ইউসুব আলী (৩৬) বলেন, শুক্রবার মাঝিড়া মৎস্য আড়তের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পশ্চিম পাশে আহলে হাদিস জামে মসজিদে খুতবা বয়ানের শেষে দিকে তিনি মসজিদে ঢোকেন। ফরজ নামাজ আদায় করে সুন্নাত না পড়েই মসজিদ থেকে বের হন। এসময় মসজিদের উত্তরপাশে রাখা তার ব্লু রংয়ের এ্যাপাসি আরটিআর মটরসাইকেলটি নেই্। যার রেজিষ্ট্রেশন নং বগুড়া ল ১২-৩৪৪২।
থানার ওসি আজিম উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, মটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে। সিসি টিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। উদ্ধার তৎপরতা দ্রুত এগিয়ে চলেছে।