শোকাবহ আগষ্টে বগুড়া সদর উপজেলা যুব-কমিটির আলোচনা ও দোয়া মাহফিল
বগুড়া সংবাদ ডট কম : ১৫ আগষ্ট ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা সহ প্রয়াত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের তিনমাথা রেলগেট অস্থায়ী কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগ যুব-কমিটি বগুড়া সদর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সদস্য সচিব রায়হানুর রহমান রোহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ যুব-কমিটি বগুড়া জেলার সভাপতি মোঃ রাকিব উদ্দিন প্রাং সিজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার যুগ্ন সম্পাদক রাকিবুল হাসান সোহাগ, সাংগাঠনিক সম্পাদক মাছুদুর রহমান মাছুম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন প্রাং পলাশ। উপস্থিত ছিলেন সদর উপজেলার যুগ্ন আহবায়ক একে দীপংকর, শহীদ আকন্দ, হাফিজুর রহমান মিন, স্বরন, সুফল, শ্রী পলাশ, সাগর শেখ প্রমুখ। শেষে প্রয়াত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মেনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু আক্কাছ আলী আনছারী।