বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
গাছ ছায়া দেয়, কাঠ দেয়, ঝড় বৃষ্টির হাত থেকে বাড়ী ঘর ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে ……. আবু তাহের
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) :শুক্রবার বিকালে বগুড়া সদরের ধাওয়াকোলা মৌজার ৯৭২ নং দাগের ২০ শতাংশ নিজস্ব জমিতে ২০০ টি ইউক্যালিপটাসের গাছ রোপন করেন শিবগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা
আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন অত্র গ্রামের মোছাঃ রাবেয়া বেগম।