বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত।
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : শুক্রবার বিকেলে বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মাটিডালী বিমান মোড়ে ১৫ আগস্টের কালরাত্রিতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং ২১ আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়। বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে রাগেবুল আহসান রিপু,এ্যাডঃ জাকির হোসেন নবাব,সুলতান মাহমুদ খাঁন রনি,আল- রাজি জুয়েল,ডালিয়া খাতুন রিক্তা,নাইমুর রাজ্জাক তিতাস। এ সময় উপস্থিত ছিলেন, মুকুল ইসলাম, খলিলুর রহমান,সজিব সাহা,আব্দুর রউফ, গোলাম সারয়ার মিলন,মির্জা হাকিম,নতুন সরকার সহ বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডে নেতা কর্মীবৃন্দ।