বগুড়ায় বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন
বগুড়া সংবাদ ডট কম : ১৫ আগস্ট স্বাধীন বাংলার স্থাপতি বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী আলোচনা অনুষ্ঠান অত্র স্কুলের সভাপতি আনোয়ারুল ইসলাম টিটু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান আকন্দ সভাপতি বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি, রাজিবুল ইসলাম পরাগ প্রিন্সিপ্যাল অফিসার, এবি ব্যাংক, ইছাহাক আলী সরকার সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ, পৌর শাখা, বগুড়া, ইয়াসমিন পারভীন প্রধান শিক্ষক সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া, ঈশ্বর কুমার, ফয়সাল রহমান, কামরুন নাহার আক্তার, সেলিনা আক্তার প্রমুখ। চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় ৮টি স্কুলের প্রায় ০২ শতাধিক ছাত্র/ছাত্রী অংশগ্রহন করেন এবং প্রত্যেককে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
ক্যাপশনঃ গতকাল সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ।