শেরপুরে বিধবার বসত বাড়ীতে হামলা ও ভাংচুর ॥ নগদ টাকা লুট
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ): বগুড়ার শেরপুরে গাড়ীদহ ইউনিয়নের নিশি পাড়া এলাকায় সাবিত্রী নামের এক বিধবার বসত বাড়ীতে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা চালিয়ে ঘর বাড়ী ভাংচুর, মারপিট ও নগদ ঠাকা লুট পাটের উভিযোগ উঠেেেছ। এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে বিষয়টি নিয়ে থানায় মৌখিক অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলার গাড়ীদহ উইনয়নের নিশি পাড়া এলাকার রবিন চন্দ্র দাস তার নানার কাছ থেকে পাওয়া ৫ শতাংশ জমিতে প্রায় ১৫ বছর পূর্বে তার বিধাব ভাতিজী সাবিত্রী কে ঘর বাড়ি তুলে দিলে সে বসবাস শুরু করে। এর এক পর্যায়ে একই এলাকার ভ’মিদস্যু বলে খ্যাত বিশা ঐ সম্পত্তি তার নিজের বলে দাবী করে ৩০ আগষ্ট দুপুরে দেশীয় অস্ত্র রামদা,শাবল,লাঠি সোটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাদের মারপিট করে এলাকা ছেলে চলে যাওয়ার হুমকী দেয়। না গেলে তাদের প্রাণে মেরে ফেলা হবে বলে শাসায়। এ সময় সাবিত্রীর ঘরে রক্ষিত ছেলের শ্বশুর বাড়ী হতে পাওয়া চল্লিশ হাজার ও সমিতি থেকে তোলা পঞ্চাশ হাজার টাকাসহ মোট নব্বই হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে শেরপুর থানার এস,আই আব্দুল গফুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে সঠিক কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলি। কাগজপত্র দেখে বিষয়টি সমাধান করা হবে।