আদমদীঘিতে ধর্ষন মামলার আসামী গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘিতে নারী হোটেল কর্মচারীকে ধর্ষন মামলায় হোটেল মালিক ফারেস আলী (৫৫) নামের এক বৃদ্ধাকে পুলিশ গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী অফিসার ফেরদৌস হোসেন গ্রেফতারের কথা নিশ্চিত করেন।
জানা যায়, আদমদীঘির সিতাহার গ্রামের দরিদ্র এক সন্তানের জননী দীর্ঘদিন ধরে কুন্দ্রগাম বাজারে ফারেস আলীর খাবার হোটেলে কাজ করতো ফারেসের লালসার শিকার হয় হোটেল কর্মচারী ঔই নারী। গত ১৬ জুলাই হোটেলে কর্মচারী নারী কে সাথে নিয়ে একটি বাড়িতে গরুর গোবরের জালানী কিনতে গিয়ে বাড়ীর দ্বিতীয় তালায় উঠে বস্তায় গোবরের জালানী তোলার সময় কেই না থাকায় একা পেয়ে ওই নারীকে জোড় পূর্বক ধর্ষন করে। স্থানীয়রা জানতে পেলে ফারেস আলী সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পরেন দিন ধর্ষিতা নারী বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার ১৫ দিন পর গত শুক্রবার রাতে ধর্ষক কে গ্রেফতার করেন।