শেরপুরে বাসদের ত্রাণ বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়ার শেরপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মার্কসবাদী) উদ্দ্যেগে বৃহস্পতিবার (১ আগষ্ট) বিকাল সাড়ে ৪টার দিকে খানপুর ইউনিয়নের বড়ইতলী বাজারে বন্যা কবলিত ৯০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শেরপুর উপজেলা শাখার আহবায়ক কমরেড রঞ্জন কুমার দে, জেলা কমিটির সদস্য কমরেড আমিনুল ইসলাম, কমরেড আব্দুল জলিল, ফরিদুল ইসলাম, ছাত্র নেতা আনন্দ কুমার, অনিমেষ রায়, হাবিব, আজিজ, পারভেজ, দেবাশীষ প্রমুখ।
ত্রাণ সামগ্রী বিতরনের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের অধিকাংশ অঞ্চল বিশেষ করে উত্তারাঞ্চলের মানুষ বন্যা কবলিত হলেও সরকারি উদ্দ্যেগে কোন ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। আর সে কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। আর বন্যা পরবর্তিতে দুর্গত এলাকায় পুনর্বাসন, চিকিৎসা সেবা ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনা মূলে কৃষি উপকরণ বিতরণ করার জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়।