সোনাতলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন’র নব গঠিত কমিটির প্রথম সাধারণ সভা

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশারফ হোসেন) : সোনাতলায় নব গঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর প্রথম সাধারণ সভা শুক্রবার বিকেলে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিশনের উপজেলা কমিটির সভাপতি মানবতাবাদী নাজিমউদ্দীন লাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সোনাতলা উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা শাহিদুল বারী খান রব্বানী, উপদেষ্টা আব্দুল্লাহ আল মাসুদ, মোশাররফ হোসেন মজনু, সহ-সভাপতি আজিজার রহমান, প্রভাষক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, আফতাব হোসেন মাস্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড.মোঃ আজাদ হোসেন তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক মায়ারেছ মুক্তা, মানবাধিকার কর্মী বাবলু মাস্টার, সাজেদুর রহমান শামীম, হারুন অর রশিদ ও ইকবাল কবির লেমন। সভায় পূর্বের কমিটির সভাপতি মরহুম আইয়ুব হোসেন মন্ডল, সদস্য মরহুম সাজ্জাদ হোসেন বুলু ও মরহুম মাহবুব হোসেনের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, সোনাতলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক আব্দুল হাই।