বগুড়া জেলার সংবাদসোনাতলা
সোনাতলা প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশারফ হোসেন) : বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার সকালে প্রেসক্লাবের সাধারণ পরিষদের এাক সভা অনুষ্ঠিত হয়। সোনাতলা প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজলের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রভাষক ইকবাল কবির লেমন, বর্তমান সহ-সভাপতি আবু হেলাল, শহিদুল ইসলাম শাহীন, মিজানুর রহমান রনি, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক লতিফুল ইসলাম, হাবিবুর রহমান, শামীম আকতার রতন, জাহিনুর ইসলাম, রিমন আহম্মেদ বিকাশ, দপ্তর সম্পাদক ফয়সাল আহম্মেদ, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সদস্য আব্দুর করিম জামাল, মিনাজুল ইসলাম ও আনোয়ার হোসেন রিপন।