দুপচাঁচিয়ায় চালককে খুন করে অটো ভ্যান ছিনতাই
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) :দুপচাঁচিয়ার পল্লিতে ব্যাটারি চালিত অটো ভ্যান ছিনতাই করে চালককে খুন করার অভিযোগ পাওয়া গেছে। নিহত চালক সমজান সরদার ওরফে শুদ্ধি(৬৫) নিখোঁজ হওয়ার দুই দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার সকালে ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। সমজান সরদার দুপচাঁচিয়ার ঝাঝিরা পশ্চিমপাড়া মৃত ছলিম সরদারের ছেলে। নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, সমজান সরদার তাঁর এলাকায় অটো ভ্যান চালাতেন। গত মঙ্গলবার রাতে তিনজন যাত্রীকে নিয়ে তালুচের মজিদ নগর এলাকায় যাবার পর থেকে তিনি নিখোঁজ হন। তাঁর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করে তাঁর সন্ধান করতে পারেনি। বৃহস্পতিবার ভোরে একই এলাকার নূরপুর গ্রামের একটি ধানখেতে তাঁর লাশটি পাওয়া যায়। পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের ছেলে আবদুর রাজ্জাক জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে তিন যাত্রী ভাড়ার কথা বলে অটো ভ্যানটি ঠিক করেন। বাবা মুঠোফোনে তাঁর ছেলেকে বলেন ভাড়ায় যাচ্ছি। আসতে দেরি হবে। পরে রাত সাড়ে দশটায় বাড়ি না ফেরায় বাবাকে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ওই দিন রাতে এবং বুধবার সারাদিন বিভিন্ন আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে বাবার খোঁজ পাওয়া যায়নি। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আংশিক গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন দুর্বৃত্তরা তাঁকে খুন করে অটো ভ্যানটি ছিনতাই করতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।