fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

কাহালু থানায় উদ্ধারকৃত অজ্ঞাতনামা নারীকে বগুড়ার আদালত বায়া রাজশাহী সেফহোমে পাঠানোর নির্দেশ

বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : কাহালু থানায় উদ্ধারকৃত অজ্ঞাতনামা নারী (৪০)কে বগুড়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে গত ০১/০৮/১৯ইং তারিখে হাজির করা হলে সংশ্লিষ্ট আদালত বায়া রাজশাহী মহিলা ও শিশু কিশোর হেফাজতিদের নিরাপদ আবাসন (সেফহোম) এ পাঠানোর নির্দেশ দেন। আমলী আদালতের নির্দেশে গত ০২/০৮/১৯ইং তারিখে কাহালু থানার নারী এস আই মোছাঃ গুলবাহার খাতুন এর নেতৃত্বে তাকে বায়া রাজশাহী মহিলা ও শিশু কিশোর হেফাজতিদের নিরাপদ আবাসন (সেফহোম) এ পাঠানো হয়। উল্লেখ্য যে, গত ৩০/০৭/১৯ইং তারিখে রাতে বগুড়ার কাহালুর কালাই ইউনিয়নের পিলকুঞ্জ বাজারে অজ্ঞাতনামা নারী (৪০)কে সন্দেহজনক ঘোরাঘুরি করলে স্থানীয় লোকজন কাহালু থানায় সংবাদ দিলে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম এর নির্দেশে কাহালু সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। উপস্থিত লোকজনের সম্মুখে তাকে জিজ্ঞাসাবাদ করলে তাহার নাম মাজেদা এবং বাড়ী বাঘাডুবা গ্রাম বলে জানায়। এর বাহিরে সে আর কোন ঠিকানা বলতে পারে না। তবে সে বৃহত্তর ময়মনসিংহ জেলা অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে। জিজ্ঞাসাবাদে তাহার কথাবার্তা অসংলগ্ন এবং সে মানসিক অসুস্থ বালিয়া প্রতীয়মান হয়। উদ্ধার করিয়া তাহাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্রে শারীরিক চিকিৎসার নিমিত্তে নিয়ে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। মেয়েটির ভাষ্যমতে তার নাম মাজেদা, পিতা ও মাতার নাম অজ্ঞাত, থানা ও জেলার নাম অজ্ঞাত, পরনে পিন্টের ফ্রগ, হলুদ রংয়ের সালোয়ার এবং অ্যাকাশে নেভী ব্লুু রংয়ের সুতি ওড়না। মুখ মন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + fourteen =

Back to top button
Close