বগুড়ার পল্লীতে বিদ্যুতের মিটার চুরি সিন্ডিকেট আবার সক্রিয়!
বগুড়া সংবাদ ডটকম (আনোয়ার হোসেন, নামুজা প্রতিনিধি): বগুড়ার পল্লীতে গভীর নলকুপের বিদ্যুতের মিটার চুরির সদস্যরা আবার সক্রিয়, ঘটছে একের পর এক মিটার চুরির ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। জানা যায়, গত ২৪ আগস্ট দিবাগত রাতে কাহালু উপজেলার পাইকড় ইউপির বাগইল গ্রামের ছলেমান আলীর পুত্র আশরাফ আলীর গভীর নলকুপের পল্লী বিদ্যুতের মিটার ও একই রাতে পার্শ্ববর্তী কুশলিহার গ্রামের মোঃ মুক্তারের গভীর নলকুপের বিদ্যুতের মিটার চোরেরা চুরি করে নিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো যে, মিটার চুরি হওয়া স্থানে তাদের ব্যক্তিগত একটি মোবাইল নাম্বার রেখে যায়। পরে উক্ত নাম্বারে ফোন করা হলে বিকাশ মারফৎ চোরের চাহিদা মত ৮ থেকে ১০ হাজার টাকা পাইলে কোন এক নির্জন স্থানে ব্যাগের ভিতর চুরি হওয়া ওই মিটার গাছের ডালের সঙ্গে ঝুলে রেখে পুনরায় মোবাইল করে জানিয়ে দেয়। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে পল্লী বিদ্যুতের মিটার চুরির চিহ্নিত সদস্য জনৈক শুকুর আলী, রবিউল ও ওয়াসিম আবারও সক্রিয় হয়ে একের পর এক মিটার চুরি করছে। তাদের চাহিদা মত টাকা পাইলে অভিনব কৌশলে চোরাই মিটার বের করে দেওয়ার ঘটনা অহরহ ঘটাচ্ছে। উল্লেখ্য যে, বিদ্যুতের মিটার চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও থেমে নেই তাদের মিটার চুরির ঘটনা। এছাড়াও চোরাই মিটার বের করার জন্য বিকাশে টাকা আদান-প্রদানের অভিযোগে একই এলাকার ইজাজুল নামের যুবক আইন শৃঙ্খলার কর্তৃক আটক হয়। অভিযুক্তরা জামিনে ছাড়া পাইয়া পুনরায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এসব মিটার চোরদের উপর প্রশাসনের নজরদারি জোরদার করা হলে মিটার চুরি কমে যাবে বলে সচেতন মহল মনে করেন।