বগুড়ার ধুনট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ চিকিৎসার জন্য ভারতে যাওয়ায় তার সুস্থতা কামনা এবং পৌরসভার বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী এমদাদুল হকের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ধুনট পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জমিদার শাহজাহান, উপ-সহকারী প্রকৌশলী আবু হাসান ভূইয়া, পৌর কাউন্সিলর রনজু মল্লিক, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম টুকু, জহুরুল ইসলাম, উপদেষ্টা এনামুল হক দোলন, যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সম্রাট আকবর, প্রচার সম্পাদক আব্দুল বাসেদ, অর্থ সম্পাদক রমজান আলী প্রমূখ।