fbpx
বগুড়া জেলার সংবাদশাজাহানপুর

সচেতনতার অভাবে পরিবার ও সামাজিক শৃংখলা ভেঙ্গে পরার উপক্রম হয়েছে –পুলিশ সুপার, বগুড়া

বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : সচেতনতার অভাবে পরিবার ও সামাজিক শৃংখলা ভেঙ্গে পরার উপক্রম হয়েছে। মোবাইল ফোনের অবাধ ব্যবহারে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। একদিকে নারী শিক্ষার্থীরা সম্ভ্রম ও জীবন হানির শিকার হচ্ছে। অপরদিকে পুরুষ শিক্ষার্থীরা মাদকসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে পরিবার ও সামাজিক শৃংখলা ভেঙ্গে পড়বে। তাই ভবিষ্যত প্রজন্মকে রক্ষায় অভিভাবকদের এখনই সচেতন হতে হবে।

বৃহস্পতিবার ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নির্মূলে বগুড়ার শাজাহানপুরের ফুলতলা বাজার এলাকায় ১৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম উপরোক্ত কথা গুলো বলেন।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, নেকটার’র উপ-পরিচালক মাহবুবর রহমান, বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান, শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, বগুড়া শহর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আমিনুল ফরিদ, শাজাহানপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আবু জাফর আলী, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ। ১৩নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম ও ফুলতলা বাজার ব্যবসায়ি কমিটির সাধারণ সম্পাদক এম.এ রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেজবাউল আলম, হাফেজ সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা বাদশা আলমগীর, আসাদুজ্জামান লিটন, ফুলতলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নাদিম প্রামাণিক, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা প্রিন্স মাহমুদ, দুলাল শেখ, ওয়াজেদ আলী লেবু, নূর ইসলাম, মিরাজুন্নবী লিমন, মেরী আক্তার, ইজহারুল হক জিহাদ প্রমুখ। আলোচনা সভার আগে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা ও একাডেমী (নেকটার) সংলগ্ন ঝোপ-ঝাড়ে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

17 + 14 =

Back to top button
Close