বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠির কল্যানে কাজ করছে- প্যানেল মেয়র আমিনুল
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের মানুষের জীবন-মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দরিদ্র জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন ও বাস্তবায়ন করছেন। হতদরিদ্রদের ভাতা প্রদান ও ভিজিএফ, ভিজিডি কর্মসুচির মাধ্যমে দারিদ্রতা দূর করছেন। সরকারের প্রচেস্টায় দারিদ্রতা কমে এসেছে। ইনশাল্লাহ্ খুব শীঘ্রই দারিদ্র মুক্ত হবে দেশ। দেশের উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে তিনি সকলকে একসাথে কাজ করার আহবান জানান। তিনি শুক্রবার বেলা ১১ টায় শহরের চারমাথায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শিরিন আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল, পৌর সমাজকর্মী এনামুল হক, শ্রমিকনেতা নুর-আমিন, যুবলীগ নেতা লিটন প্রাং, রাসেল মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে ১৫ নং ওয়ার্ডের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতা কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানানো হয়।