দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ায় ট্রাক মালিক সমিতির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ট্রাক মালিক সমিতির উদ্যোগে সমিতির ১৫০জন সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার মেইল বাসস্ট্যান্ডস্থ সমিতির কার্যালয়ে এ সামগ্রী বিতরণ করেন সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের সহসভাপতি আশরাফুজ্জামান সাগর। এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোবারক আলী, নাজমুল বারী স্বপন, সহসভাপতি আলহাজ্ব কবির হোসেন, রায়হান সরদার রতন, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক রেজাউল করিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ আব্দুল ময়েন, সড়ক সম্পাদক হাসান আলী, সদস্য মোবারক আলী, বাদশা সাহানা প্রমুখ।