আদমদীঘিতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলা হল রুমে নির্বাহী অফিসার আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এ্যাড. নূরুল ইসলাম তালুকদার। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, সিনিয়র মৎস্য অফিসার মাহাবুবুর রহমান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এন.এইচ এম মিলন প্রমূখ।