বগুড়ার ধুনটে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া জেলা বিএনপির আহবায়ক, বগুড়া সদরের সংসদ সদস্য ও শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার জনগনের নির্বাচিত সরকার নয়। তারা বিনাভোটের সরকার হয়ে দেশ চালাচ্ছে। তাই এ সরকার বেশীদিন টিকবে না। তাদের পতন হবেই। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। আপনারা খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি বৃহস্পতিবার বগুড়া জেলার ধুনট উপজেলার বন্যা দূর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এমপি সিরাজের পিতা সাবেক এমপি শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের উদ্যোগে ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত ত্রান বিতরনের আগে উক্ত ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও এমপি সিরাজের পুত্র আসিফ রব্বানী বলেন, এ রাষ্ট্রের পচন ধরেছে। তরুনদের দেশ বাঁচাতে এগিয়ে আসতে হবে। আমি জনগনের সুখে দুঃখে পাশে থাকব। দলের নেতাকর্মী সবাই দূর্গতদের পাশে দাঁড়ান। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের সদস্য গোলাম মাহবুব প্যারিস, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, মাহবুবর রহমান বকুল, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, আতিকুল করিম আপেল, আব্দুল মতিন মন্ডল, আলীমুদ্দিন হারুন মন্ডল, আব্দুল খালেক মন্ডল, মোখফিজুর রহমান বাচ্চু, খাদেমুল ইসলাম, আবু হাসান, নূরে আলম সিদ্দিকী রিগ্যান, রানা প্রমুখ।