fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

কাহালুতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক গনের ৩ মাসের কর্মসূচীর উদ্বোধন করলন ইউএনও

বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : ডেঙ্গু, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে উপজেলায় সচেতনতা তৈরিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকগনের ৩ মাসের কর্মসূচীর উদ্বোধন করা হয়। কাহালু পৌরসভা ও ৯টি ইউনিয়নের শিক্ষকগনের ৩ মাসের কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু মডেল রিসোর্স সেন্টার কাম-অফিস এর কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হেদায়েতুল্লাহ, সেকেন্দার আলী, আব্দুল বাছেদ, আব্দুল গফুর, বেলাল হোসেন সহ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের দারুল আহকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও প্রাক-প্রাথমিক শিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দ। ৩ মাসের কর্মসূচীর উদ্বোধনের পূর্বে উপজেলা প্রশাসন জামে মসজিদে এক সচেতনতা মূলক সভা কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সচেতনতা মূলক সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 14 =

Back to top button
Close