ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ভান্ডারবাড়ী ইউনিয়নের গোপালনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- গোপালনগর গ্রামের ওমর আলীর ছেলে সোলায়মান আলী (৫০), মকবুল হোসেনের ছেলে আবুল কালাম (৪০), কৈয়াগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে আলমগীর হোসেন (২০), মানিক পোটল গ্রামের আজিজার মন্ডলের ছেলে শফিকুল মন্ডল (৩৭) বাদশা মিয়ার ছেলে মঞ্জু মিয়া (৩৫)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, গ্রেফতারকৃতরা ভান্ডারবাড়ী ইউনিয়নের গোপালনগর গ্রামের একটি ঘরে জুয়ার আসর চালিয়ে আসছিল। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।