ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে দি মেসেজ ফাউন্ডেশনের উদ্যোগে ১৩০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকার দি মেসেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক শাইখ মুহাম্মাদ সাইফুল ইসলাম খান মাদানী। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শুব্বানের সভাপতি নাযীর আহমেদ, যুগ্ন সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, বৈশাখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, বৈশাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ইউপি সদস্য জিতেন্দ্রনাথ মন্ডল প্রমূখ।