বগুড়া জেলার সংবাদশেরপুর
শেরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক রোগীর সন্ধান
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল) : বগুড়ার শেরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক রোগীর সন্ধান মিলেছে। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় স্থানীয় একটি বেসরকারী ক্লিনিকে ডেঙ্গু পরিক্ষার পর পজেটিভ হওয়ায় তাকে চিকিৎসা নেবার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, শেরপুর পৌর শহরের টাউনকলোনী এলাকার মো. বদিউজ্জামান বুদার ছেলে রাজু মিয়া বেশ কিছুদিন ঢাকায় থাকার পর কয়েকদিন আগে শেরপুরের নিজ বাড়িতে ফিরে আসে। হঠাৎ সে জরে আক্রান্ত হয়ে পরে। গত বুধবার সন্ধ্যায় হাসপাতাল রোডস্থ বে-সরকারি আলী রাজী ক্লিনিকে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু জরের উপাদান পাওয়া যায়।
ক্লিনিক পরিচালক আবু সাঈদ ফকির জানান, ক্লিনিকে জ্বর নিয়ে এলে তার শরীরের রক্ত পরিক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বরের উপাদান মেলে। এরপর তাকে উন্নত চিকিৎসা নেবার জন্য পরামর্শ দেয়া হয়েছে।