বগুড়া র্যাব এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন কর্মকর্তার যৌথ অভিযানে বগুড়া সদর থানা এলাকায় ক্লিনিক এবং হাসপাতালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা
বগুড়া সংবাদ ডট কম : র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ৩১ জুলাই ২০১৯ ইং তারিখ ১২০০ ঘটিকা হতে ২২০০ ঘটিকা পর্যন্ত মেজর এস এম মোর্শেদ হাসান, পিএসসি, কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র্যাব-১২, বগুড়া এবং র্যাব সদর দপ্তর হতে আগত বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা এলাকায় ক্লিনিক এবং হাসপাতালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ০৪ জন ১। আলহাজ আহম্মেদ হোসেন (মুন্সি) (মালিক রাবেয়া নার্সিং হোম) কে ২,০০,০০০/- টাকা, ২। মোঃ মতিউর রহমান (ম্যানেজার রাবেয়া নাসিং হোম) কে ২,০০,০০০/- টাকা, ৩। মোছাঃ ফৌজিয়া ইয়াছমিন (মালিক নাজমা মেডিকেল নার্সিং হোম) কে ১,০০,০০০/- টাকা এবং ৪। মোঃ আতাউর রহমান (ম্যানেজার নাজমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টার) কে ১,৫০,০০০/- টাকা ও ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (গ) ধারায় ০৩ জন ১। মোঃ নিরব হোসেন (ফার্মাসিং রাবেয়া নার্সিং হোম) কে ২৫,০০০/- টাকা, ২। মোছাঃ ফৌজিয়া ইয়াছমিন (মালিক নাজমা মেডিকেল নার্সিং হোম) কে ২৫,০০০/- টাকা এবং ৩। মোঃ আতাউর রহমান (ম্যানেজার নাজমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টার) কে ৫০,০০০/-টাকা সর্বমোট ৭,৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান পূর্বক সকলকে মুক্তি প্রদান করেন ।