দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এসএম জাকির হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, পৌর মেয়র বেলাল হোসেন, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, পুলিশ পরিদর্শক(তদন্ত) শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজ্জাত আলী, শামছুদ্দিন, উপজেলা আ’লীগের সহসভাপতি আমিনুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, ইউপি চেয়ারম্যান এসএম হেলাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, অধ্যক্ষ সামছুল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।