দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ায় ৩দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ৩দিন ব্যাপী অনুষ্ঠিত ফলদ বৃক্ষ মেলা সমাপ্ত হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে এক পুরস্কার বিতরনী সভা ইউএনও এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন হোসেনের পরিচালনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, আমার বাড়ী আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু বক্কর ছিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। পরে মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ ৩টি নার্সারী মালিককে পুরুস্কার এবং অংশগ্রহণকারী সকল নার্সারী মালিকদের সনদপত্র ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।