fbpx
বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ

বগুড়ার পল্লীতে আদম ব্যাপারীর প্রতারণার ফাঁদে পড়ে— ২টি পরিবার সর্বশান্ত

বগুড়া সংবাদ ডট কম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরবে আদম ব্যাপারীর প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত ২টি পরিবার, মানবেতর জীবনযাপন করছে। দালাদের প্রতিকার চেয়ে প্রতারিত পরিবারের আর্ত্বনাদ। অনুসন্ধানে জানা যায়, পিরব ইউনিয়নের সিহালী দক্ষিণ পাড়া গ্রামের আবু তাহের পুত্র মোঃ শরিফ উদ্দিন ও তার দুবাই প্রবাসী সহদর ভাই আব্দুল খলিল দীর্ঘদিন যাবৎ অত্র এলাকার বিভিন্ন গ্রামের সহজ সরল নিরহ মানুষকে আরব আমিরাতে ভাল বেতুনে চাকরি দেওয়ার প্রলভন দেখিয়ে প্রতারণার ঘটনা অহরহ ঘটচ্ছে। পিরব ইউপির পাকুরিয়া ফকির পাড়া গ্রামের বাদেশ আলী ফকিরের পুত্র বাবলু মিয়া (৩১) ও একই ইউপির ভাটরা গ্রামের মহাতাব আলীর পুত্র ঠান্ডা মিয়া (৪৫) তাদেরকে ধনী হওয়ার স্বপ্ন দেখিয়ে গত ২০/০৭/২০১৯ তারিখে নগদে ৪ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে ৩ মাসের ভ্রমণ ভিসায় দুবাই গমন করায়। দুবাই যাবার পর তাদের শর্ত মোতাবেক কোন কাজ না দিতে পারায় এবং শ্রমিক হিসাবে বৈধ না হওয়ায় গত ২১ আগস্ট একমাস পর তারা দেশে ফেরৎ আসে। বাংলাদেশে ফেরৎ আসা বাবলু মিয়া ও ঠান্ডা মিয়া গত ২৮ আগস্ট সাংবাদিকদের জানান, পিরব ইউপির লাউঘাটা গ্রামের খোরশেদ, সৈয়দপুর গ্রামের গোলাম রব্বানী, দাইমুলা গ্রামের নিজাম উদ্দিনের পুত্র মিজান ও একই গ্রামের তারেক সহ বেশ কিছু লোক দালাল শরিফ ও তার দুবাই প্রবাসী সহদর ভাই আব্দুল খলিল এর প্রতারণার শিকার হয়ে বর্তমানে দুবাই প্রবাসে মানবেতরভাবে জীবন যাপন করছে। এ ব্যাপারে ২৮ আগস্ট দালাল শরিফ উদ্দিন জানান, তাদের দেওয়া টাকাগুলো শুধু আমার দুবাই প্রবাসী ভাই খলিলের কথায় আমি গ্রহন করেছি।
এহেন আদম ব্যাপারীদের খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন। এসব আদম ব্যাপারীদের ব্যাপারে সাধারণরা সচেতন হলে এবং প্রসাশনের নজরদারী সঠিক থাকলে সমস্যা গুলো নিরসন করে প্রতারণার এসব চক্র নির্মূল করা সম্ভব বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eight =

Back to top button
Close