কাহালুতে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহকদের মাঝে চারা গাছ বিতরণ করলেন ইউএনও
বগুড়া সংবাদ ডট কমঃ (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : “শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু শাখার আয়োজনে অত্র ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রাহকদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ ও “বৃক্ষরোপন কর্মসুচী/”১৯ইং এর উদ্বোধন করা হয়। চারা গাছ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ফাস্ট এ্যাসিসন্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কাহালু শাখার শাখা প্রধান মোঃ আকরামুল ইসলাম। চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু শাখার ম্যানেজার অপারেশন্স এ কে এম শামসুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ কে এম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা আব্দুল হান্নান প্রমূখ।
অনুষ্ঠানে অত্র ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের ২ হাজার ৭’শ জন গ্রাহকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলের চারা গাছ বিতরণ করা হয়।