দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ার তালোড়ায় অবৈধ গরু-ছাগলের হাট বন্ধ করে দিলেন ইউএনও
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : আসন্ন কোরবানী ঈদ উপলক্ষে দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভার উদ্যোগে রেল লাইনের ওপরে প্রতি বুধবার গরু-ছাগলের হাট বসানো হয়। পরবর্তীতে ওই হাট বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিলে বিষয়টি ইউএনও এসএম জাকির হোসেনকে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। ইউএনও বিষয়টি তদন্ত করে হাট কর্তৃপক্ষকে রেইল লাইনের ওপরে গরু-ছাগলের অবৈধ হাটটি বন্ধের নির্দেশ দেন। কিন্তু গতকাল বুধবার হাট কর্তৃপক্ষ রেল লাইনের ওপর হাট না বসিয়ে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে হাট বসান। এলাকাবাসী ইউএনওকে বিষয়টি অবহিত করলে ইউএনও এসএম জাকির হোসেন ও থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাটটি বন্ধ করে দেন।