fbpx
নন্দীগ্রামবগুড়া জেলার সংবাদ

নন্দীগ্রামের আ’লীগ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে- রানা

বগুড়া সংবাদ ডট কম (নন্দীগ্রাম প্রতিনিধি মো: ফিরোজ কামাল ফারুক) : বগুড়া জেলা পরিষদ,জেলা আওয়ামী লীগের সদস্য ও নন্দীগ্রাম উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্থ নেতাকর্মীরা বিএনপি জামায়াতের মদদপুষ্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। হাজার হাজার নেতাকর্মীর স্বত:স্ফুত উপস্থিতিই তা প্রমান করছে। যে কোনো মূল্যে এসব অপশক্তিকে প্রতিহুত করা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গেনেড হামলার সঙ্গে জড়িতদের ফিরিয়ে এনে শাস্তির দাবিতে হাজার হাজার জনতার শোক র‌্যালি শেষে বুধবার বেলা সাড়ে ১২ টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুকুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মোতাহার হোসেন, মখলেছুর রহমান মিন্টু, মুক্তার হোসেন, মোজাম্মেল হক, তীর্থ সলিল রুদ্র, আব্দুল্লাহেল বাকী, জাহেদুর রহমান, মোফাজ্জল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলী রেজা মারুফ বাবু, সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, কৃষকলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব, আবু নোমান নাদিম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদেও সভাপতি আশরাফুল হোসেন পায়েল, সাধারন সম্পাদক সোহাগ প্রমূখ।
উল্লেখ্য,বুধবারের কর্মসূচিকে ঘিরে একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় শহরে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পুলিশি পাহারায় পৃথক পৃথক সময়ে উভয় পক্ষ কর্মসূচি পালন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 9 =

Back to top button
Close