বগুড়ায় বর্ন্যাতদের মাঝে এমপি জি.এম সিরাজের ত্রান বিতরণ
বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় বর্ন্যাতদের মাঝে বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর ৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ তাঁর নিজস্ব তহবিল হতে ত্রান বিতরণ করেছেন। বুধবার শহরের ১১ নং ওয়ার্ডে মালতিনগর পুজামন্ডপ মাঠে ত্রাণ বিতরনকালে সভাপতিত্ব করেন জেলা যুবদেলর সাবেক সভাপতি ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সিপার আল বখতিয়ার। ত্রান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বানভাসি জনসাধারনের উদ্দেশ্য এমপি সিরাজ বলেন, আপনার-আমার সকলের প্রিয়নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে কারাবন্দি অবস্থায় মানবেতর জিবন যাপন করছেন। এ সরকার তাঁকে মুক্তি না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা তাঁর মুক্তির জন্য আপনাদের কাছে দোয়া চাই। পাশাপশি আমরা রাজপথে আন্দোলন করব আপনাদের প্রিয় সন্তান তারেক রহমানে নির্দেশে। অচিরেই বেগম জিয়ার মুক্তি না হলে গণআন্দোলন গড়ে উঠবে। তিনি জেলে থাকলেও নিজের কথা না ভেবে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা জয়নাল আবেদিন চাঁন, এম.আর ইসলাম স্বাধীন, মাহবুবর রহমান বকুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, এমপি পুত্র সানভি, মোয়াজ্জেম হোসেন হিটলু, আলাল, জালাল, জহুরুল ইসলাম ফুয়াদ, জুম্মান আলী, ফারুক হোসেন, জিতু, মহররম হোসেন টপিন, রুহুল আমীন, তন্ময়, মমিন, সঞ্জয়, মমি, রাজিব, রানা, মামুন, সোহাগ, বাবু, রাজ্জাক, কাঁকন, রাঙ্গা, বিপ্লব, সিদ্দিক, সালাম, রকেটসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।