সোনাতলায় বিএনপি নেতা মোশাররফ চৌধুরীর সৌজন্যে বন্যার্তদের ত্রাণ বিতরণ

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় পাকুল্যা ইউনিয়নের চারালকান্দিতে বিভিন্ন এলাকার বন্যার্ত মধ্যে বুধবার (৩০ জুলাই) বিকেলে শুকনা জাতীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ঢাকাস্থ বগুড়া জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি,জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে (সৌজন্যে) ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু,বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন চাঁন, বেলাল হোসেন, অ্যাড.সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য এমআর ইসলাম স্বাধীন, শহিদুন্নবী, আলী হায়দার, জাহাঙ্গীর আলম, জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগেন ও জেলা মহিলাদলের সভানেত্রী লাভলী রহমান উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন। স্থানীয় বিএনপি নেতা লতিফুল বারী টিম, তাজুল ইসলাম বাদল, মোকাররম হোসেন,আব্দুল ওয়ারেছ গুলি, জেলা মুক্তিযুদ্ধে প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী হাসান নারুন ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম টিপুসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। ওইদিন বন্যার্ত মানুষরা ত্রাণ পেয়ে খুব খুশি হয়েছেন।