বগুড়া জেলার সংবাদসোনাতলা
সোনাতলায় বন্যার পানিতে ডুবে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় বন্যার পানিতে ডুবে প্রায় ৫২ বছর বয়সের অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘছে। ওই অজ্ঞাতনামা ব্যক্তি উপজেলা মুন্ডমালা কালিতলা ব্রিজের কাছে খালে দক্ষিণ পাশ থেকে সাঁতার দিয়ে উত্তর পাশে আসছিল। এমতাবস্থায় পানিতে ডুরে ঘটনা স্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকেরা তার মরদেহ পানি থেকে উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়। তার পরনে ছিল চেক লুঙ্গি ও গায়ে ছিল চেক সার্ট।