কাহালুতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : ‘‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পৃষ্টি সম্মত খাবার’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আখেরুর রহমান। উক্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমাবায় অফিসার মির্জা জাকির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা তথ্য অফিসার মরিয়ম আকতার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও নার্সারী মালিকবৃন্দ। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে নার্সারীর মালিকদের পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়।