বগুড়ার শাজাহানপুরে বন্যার্তদের মাঝে ত্রাণের চাল বিতরন করলেন উপজেলা চেয়ারম্যান ছান্নু
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রি প্রদত্ত ত্রাণের চাল বিতরন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বুধবার দুপুরে উপজেলার বন্যা কবলিত এলাকা মাদলা, চোপীনগর ও খোট্টাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্তদের এই চাল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার শিউলী, ট্যাক অফিসার মাহবুব আলম, চোপীনগর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক মাষ্টার, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার এমএ, গাজিউল হক, আব্দুলা বারী মন্ডল, আবুল কালাম আজাদ বাচ্চু, আব্দুর রশিদ, জালাল উদ্দিন দুদু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান রনি, ইনজালা রনজু, শাহাদত হোসেন, জাহিদুর রহমান বাচ্চু, আকতারুজ্জামান মিজান, মিনটু মিয়া, মেহেদী প্রমুখ।
ক্যাপশনঃ বুধবার দুপুরে বগুড়া শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণের চাল বিতরন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।