বগুড়ায় নিবন্ধন ব্যতীত ট্রাভেল এজেন্সি চালানোর অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়া সংবাদ ডট কম : বগুড়ায় নিবন্ধন সনদ ব্যতীত ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান চালানো ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৪ এপিবিএন, নিশিন্দারা, বগুড়ার পক্ষথেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বগুড়া সাতমাথা বিআরটিসি শপিং কমপ্লেক্স ও ষ্টেশন রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৫ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ৪ এপিবিএন, নিশিন্দারা, বগুড়ার সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম.রাশেদুল ইসলাম ও পলাশ মন্ডল আদালত পরিচালনা করেন। প্রায় ৩ ঘন্টার অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নিবন্ধন সনদ ব্যতীত ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান চালানো ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ০১। “ফ্লাই স্কাই ট্যুর এন্ড ট্রাভেলস” এর প্রপাইটর মোঃ আরিফুল ইসলাম (৪০) কে ১০ হাজার টাকা, ০২। “ট্রাভেলস দি ওয়াল্ড ” এর প্রপাইটর মোঃ রাসেল সরকার (২২) কে ১০ হাজার টাকা, ০৩। “আল আহনাফ এয়ার ইন্টারন্যাশনাল” এর প্রপাইটর মোঃ সালাউদ্দিন (৩৪) কে ১০ হাজার টাকা এবং ০৪। “সৈকত হোটেল এন্ড রেস্তোরা” এর প্রোপাইটর মোঃ আশিক (৩০) কে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।