বগুড়া শজিমেকের ফার্মাসিস্টের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ফার্মাসিস্ট এরশাদ হোসেন এর ওপর সন্ত্রাসী হামালার প্রতিবাদে শজিমেক হাসপাতলের বঙ্গবন্ধু পরিষদ মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল বাতেন, ডাঃ আবজমিরুল হক সরকার, ডাঃ শফিউল আলম বিটু, ডাঃ ভূপেন মোহন দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি এ কে এম সামসুল হক সাধারন সম্পাদক রফিকুল হক, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এর সভাপতি আব্দুল হান্নান, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,সরকারী চতুর্থ শ্রেণী কর্মকর্তা কল্যাণ সমিতির রাজু আহম্মেদ, শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, তপন কুমার, আব্দুল হান্নান প্রমুখ।
সামবেশে ৭২ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান হয়। হাসপাতাল দালাল মুক্ত গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় কর্ম-বিরতী সহ বৃহত্তর আন্দোলনের দাবি কথা বলা হয়।