fbpx
বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ

দেশেকে জলবায়ুর হাত থেকে রক্ষা করতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই –এম.পি জিন্নাহ

বগুড়া সংবাদ ডটকম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : বগুড়ার-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন জলবায়ু পরিবর্তনের জন্য গাছের কোন বিকল্প নেই। তাই পরিবেশের ভারষম্য রক্ষা করতে বেশি বেশি গাছ রোপন করতে হবে। সে জন্য প্রতিটি নাগরিকে কমপক্ষে ৩টি করে গাছের চারা রোপন করতে হবে। তিনি মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা বন বিভাগ আয়োজিত শিবগঞ্জ সরকারি কলেজ মাঠে এমপির বরাদ্দকৃত ৫ হাজার গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি এম.এইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, সাধারন সম্পাদক এরফান আলী, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কালাই এস,এফ,এন,টি,সি আইয়ুব আলী) শিবগঞ্জ এস,ই,পি,সি ভারপ্রাপ্ত কর্মকর্তা মিঠু তালুকদার, জাপা নেতা গোলাম রব্বানী, ওহেদুল ইসলাম প্রমূখ। উক্ত গাছ বিরতন অনুষ্ঠানে ১৬৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫১ উচ্চ বিদ্যালয়, ১৪টি কলেজ এবং ৪৪টি মাদ্রাসায় এমপির বরাদ্দকৃত ৫ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা আনুষ্ঠানিক ভাবে বিতরন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − thirteen =

Back to top button
Close