fbpx
বগুড়া জেলার সংবাদসোনাতলা

সোনাতলায় দুইজন মাদক বিক্রেতা আটক

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সোনাতলা থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার রেললাইন সংলগ্ন চমরগাছা গ্রামের তিনমাথা মোড়ে ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে ১০টি ইয়াবাসহ সাজু ফকির (২২) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে। সে বগুড়া সদরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকার রফিকুল ফকিরের ছেলে। অপরদিকে আগেরদিন সোমবার বিকেলে পৌর এলাকার আমলীতলা হাফেজিয়া মাদ্রাসার দক্ষিণে রাস্তার ওপর থেকে ৩০টি ইয়াবাসহ লিটন মিয়া (৩০) নামে মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক বিক্রেতা দুইজনের বিরুদ্ধে সোনাতলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + twelve =

Back to top button
Close