বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ীর মাদক বিরোধী অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ এক কূখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী আটক
বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : শয়ন ঘরের জানালা দিয়ে অভিনব কায়দায় পলানোর পথ রেখেও শেষ রক্ষা হলোনা বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া ঘনপাড়ার কূখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী নসিমন ওরফে শ্যামলী বেগম (৪৯) এর। ১০০( একশত) পিচ্ ইয়াবাসহ আটক হলো বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ীর চৌকস টিমের হাতে। বগুড়ায় ফুলবাড়ি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই সহিদুল ইসলাম, এএসআই নুরে আলম, এএসআই আহসান, এটিএসআই নাসিম, এটিএসআই সাজ্জাদ সংগীয় ফোর্সের সহায়তায় বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া ঘনপাড়ার জনৈক মৃত তৈয়বুর রহমান ওরফে টুকু মিয়ার স্ত্রী কূখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী নসিমন ওরফে শ্যামলী(৪৯) কে ২৯/০৭/২০১৯ তারিখ সোমবার বিকেল পোনে ৬ টার সময় তার নিজ বসতবাড়ী হইতে ১০০( একশত) পিচ ইয়াবাসহ আটক করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। মাদক বিরোধী সহ সকল ধরনের অপরাধ মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম।