নামুজায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে হামলা ভাংচুর ও মহিলাকে মারপিট থানায় অভিযোগ
বগুড়া সংবাদ ডট কম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন) : বগুড়া সদর উপজেলার নামুজায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে হামলা ভাংচুর ও মহিলাকে মারপিট, অতঃপর ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নামুজা ইউনিয়নের পাল্লাপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ সামাদ এর ভাতিজা মোঃ মাসফিকুল রহমান ভূমিহীণ হিসাবে তার বাড়ীর সামনে সরকারি খাসের প্রায় ২ শতাংশ জায়গা স্থায়ী প্রাপ্তির জন্য সরকারের কাছে আবেদন করে এবং ওই জায়গা ভোগদখল করে আসছিল। এমতাবস্থায় একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ীর মৃত মোয়াজ্জেমের পুত্র কুদ্দুস, মাহমুদালীর পুত্র হারুন ও হেলাল উক্ত খাসের জায়গায় তাদের দখলে নেওয়ার জন্য জোর পূর্বক গরুর গোবর ফেলতে থাকে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিক বার সালিশও হয়েছে। উক্ত ঘটনার জেরধরে ৩০ জুলাই (মঙ্গলবার) সকাল ৯টায় প্রতিপক্ষ কুদ্দুস, হারুন, হেলাল মুক্তিযোদ্ধা শহীদ আঃ সামাদ পরিবারে হামলা, ভাংচুর চালিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ সামাদ এর ভাই সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ মাছুমা ও ভাতিজা মাসফিকুল এর স্ত্রী রহিমাকে মারপিট এবং শ্লীলতাহানী করে। এ ঘটনায় রহিমা আক্তার বাদী হয়ে উপরে উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।